নাটোরে পৌঁছাল ৪৮ হাজার ডোজ করোনা টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা ‘কেভিশিল্ড’-এর ৪৮ হাজার ডোজ নাটোর জেলায় পৌঁছেছে। শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় টিকা গ্রহণ করেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ও সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান।

জেলা সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, সকালে ৪ টি কার্টুনের প্রতিটিতে ১২০০ ভায়েল করে মোট ৪৮ হাজার টিকা এসে পৌঁছেছে। প্রতি ভায়েলে ১০ ডোজ করে টিকা রয়েছে যা ১০ জনের শরীরে প্রয়োগ করা যাবে।

সিভিল সার্জন আরও জানান, ৮ ফেব্রুয়ারি থেকে নাটোর আধুনিক সদর হাসপাতালে এই টিকা প্রয়োগ শুরু হবে। স্বাস্থ্যকর্মীদের টিকা দেয়ার মাধ্যমে টিকাদান কার্যক্রম শুরু করা হবে যা পরবর্তীতে নিবন্ধন অনুযায়ী প্রয়োগ করা হবে।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, টিকাদান কার্যক্রম পরিচালনার সার্বিক নির্দেশনা নিয়ে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময়ের আলোকে কর্মপদ্ধতি ঠিক করা হবে।

এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।