ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছাল এক লাখ ৮ হাজার ডোজ টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় আজ শুক্রবার (২৯ জানুয়ারি) প্রথমধাপে এক লাখ আট হাজার করোনাভাইরাস টিকা পৌঁছেছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে।

জেলা সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ঢাকা থেকে বেক্সিমকোর একটি বিশেষ ভ্যানে করে টিকাগুলো ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়। পরে টিকাগুলো জেলা শহরের মেড্ডা এলাকার ইপিআই ভবনের আন্তর্জাতিক মানের কোল্ড স্টোরেজে রাখা হয়েছে।

সিভিল সার্জন বলেন, টিকা প্রদানের জন্য এরই মধ্যে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে টিকা প্রদানের লক্ষ্যে প্রস্তুতি নেয়া হয়েছে। এজন্য জেলা সদরে আটটি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দুটি করে টিম গঠন করা হয়েছে। প্রত্যেক টিমে দুইজন টিকাদানকর্মী ও চারজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।