হাকিমপুরের সবকেন্দ্রই ঝুঁকিপূর্ণ
দিনাজপুরের হাকিমপুর পৌরসভা নির্বাচনে ১২টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
তৃতীয় ধাপে শনিবার (৩০ জানুয়ারি) দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোট গ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠিয়েছেন রির্টানিং কর্মকর্তা।
হাকিমপুর পৌরসভায় এবার ২১ হাজার ৬৩১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে হাকিমপুর উপজেলা নির্বাচন অফিসে ভোট গ্রহণের জন্য যাবতীয় সরঞ্জাম কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার কামরুল হাসান।
এ সময় তিনি বলেন, ‘শনিবার হাকিমপুর পৌরসভার নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে। পৌরসভার ১২টি কেন্দ্রই ঝুকিপূর্ণ। কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছি যাতে করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করা যায়। নয় জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুই জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। আশা করছি, একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পারবো।’
এবারে হাকিমপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডে নয় কাউন্সিলর পদের বিপরীতে ৩৭ জন ও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বিপরীতে ১০ জন প্রার্থী লড়াই করছেন।
এমদাদুল হক মিলন/এমআরআর/জিকেএস