বাইক চালিয়ে ঢাকা থেকে বান্দরবানে ৫০ রাইডার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৯ জানুয়ারি ২০২১

স্বাধীনতার ৫০ বছর উদযাপনে ঢাকা থেকে বাইক চালিয়ে বান্দরবানে পৌঁছেছেন ৫০ রাইডার।

শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১০টায় ‘স্বাধীনতার পঞ্চাশে/পাহাড়ে শীতার্তের পাশে’ শীর্ষক স্লোগানে বান্দরবান জেলায় পাহাড়ে পৌঁছেছে ‘সিআরবিজেডবিডি’ নামের এই বাইকার গ্রুপ। সেখান থেকে তারা বাইক চালিয়ে থানচি উপজেলায় যান।

আগামী চারদিন থানচি এবং রেমাক্রিতে অবস্থান করে সামাজিক সংগঠন ‘সুবাতাস-সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়’ এর সহায়তায় স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীদের মাঝে শীতবস্ত্র ও শিশুদের বইখাতা বিতরণ করবেন তারা।

দলটির অন্যতম উদ্যেক্তা শাহান আহমেদ বলেন, ‘স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করছি আমরা এই ৫০ জনের দীর্ঘ বাইক রাইড ও পাহাড়ের মানুষের পাশে দাঁড়িয়ে। শীতবস্ত্র বিতরণে পাশে দাঁড়ানো সামাজিক সংগঠন সুবাতাস-সুন্দর বাংলাদেশ ও তারুণ্যের সমন্বয়ে শিশুদের বই খাতাও দেয়া হবে।’

এর আগে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) রাতে ঢাকার সেন্ট্রাল রোড থেকে যাত্রা শুরু করে দলটি। শুক্রবার সকাল ১০টায় তারা বান্দরবান শহরে পৌঁছান।

তিন বছরের পুরনো বাইক রাইডার সংগঠনে রাইডার হিসেবে আছেন কাজী শাহেদ, মো. আশ্রাফুজ্জামান ইমরান, ফজলে রাব্বী, আমিনুল হক রনি প্রমুখ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।