ভোটকেন্দ্রে নারী ভোটারের সংখ্যা বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:৫৬ এএম, ৩০ জানুয়ারি ২০২১

তৃতীয় ধাপে বগুড়ার ধুনট পৌরসভায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে।

শনিবার (৩০ জানুয়ারি) শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

প্রত্যেক ভোটকেন্দ্রে নারী ভোটারদের রেকর্ডসংখ্যক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পৌর এলাকার ৯টি ভোটকেন্দ্রের ৩১টি বুথে ১১ হাজার ৭১৩ জন ভোটার বিকেল ৪টা পর্যন্ত ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬৩৭ এবং নারী ভোটার ৬ হাজার ৭৬ জন। তারা ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করবেন।

নির্বাচনে মেয়র পদে চারজন, কাউন্সিলর পদে ৩৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ নির্বিঘ্ন ও গ্রহণযোগ্য করতে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করছেন এবং ৯টি ভোটকেন্দ্রে আটজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনটি টিমে র‍্যাব সদস্যরা, তিনটি টিমে বিজিবির সদস্যরা, পুলিশ সদস্য এবং আনসার সদস্য দায়িত্ব পালন করছেন বলে সহকারী রিটার্নিং অফিসার ও ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী নিশ্চিত করেছেন।

এসএমএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।