আগের দিন বর্জন করে পরদিন ভোট দিলেন বিএনপি নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

মৌলভীবাজার পৌরসভা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে না আনায় বিএনপির মেয়র প্রার্থী নির্বাচন বর্জন করলেও ভোট দিয়েছেন বিএনপি নেতা ফয়জুল করিম ময়ূন।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাকে দেখা যায় বলে জানান ভোটার ও সেখানে অবস্থান করা গণমাধ্যম কর্মীরা।

প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মীরা জানান, ফয়জুল করিম ময়ূন ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দেন। তখন তার সাথে কথা বলতে চাইলে তিনি দৌড়ে ভোট কেন্দ্র থেকে পালান।

ওই কেন্দ্রের নৌকার এজেন্ট রাজন আহমদ জাবেদ জাগো নিউজকে বলেন, ফয়জুল করিম ময়ূন সকালে ৯ নম্বর বুথে ভোট দেন। তার ভোটার তালিকার নম্বর ৫৬৭। তালিকা অনুযায়ী তিনি বেরীরচর এলাকার বাসিন্দা।

ফয়জুল করিম ময়ূন পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী অলিউর রহমানের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে আছেন। এছাড়াও তিনি জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র।

এর আগে গতকাল (২৯ জানুয়ারি) মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পৌর নির্বাচনের পরিবেশ ২৪ ঘণ্টার ভেতর ফিরিয়ে না আনায় এবং বিএনপির নেতৃবৃন্দের উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার না করায় পৌর নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মো. অলিউর রহমান ভোট বর্জন করেন। এ সময় ফয়জুল করিম ময়ূন ভোট কেন্দ্রে বিএনপির কেউ যাবে না বলে জানান।

এ ব্যাপারে ফয়জুল করিম ময়ূন জাগো নিউজকে বলেন, আমি ভোট কেন্দ্রের পাশে একটি কাজে গিয়েছিলাম। তবে ভোট দিইনি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।