শেষ বেলায় জাল ভোট দিতে গিয়ে আটক ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

বরগুনা পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৬ জন।

শনিবার (৩০ জানুয়ারি) ভোটের শেষ বেলায় বরগুনা সরকারি কলেজে ১ নম্বর কেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর বুথ থেকে তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আটকরা হলেন, নাইম (১৮), রেজাউল করিম (১৯), ইয়াসিন আরাফাত (২০), মাসুদ (২১), জাহিদুল ইসলাম রাব্বি (২১) ও জাফর(২৬) ।

১নং ওয়ার্ডের কেন্দ্রের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল নিজামী বলেন, তারা ভোট দিতে এসে তাদের ভোটার নম্বর দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।