ইউপি চেয়ারম্যানের চেয়ার পোড়ালেন মেম্বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বসার চেয়ার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে ইউপি কার্যালয় থেকে ছিনিয়ে নিয়ে বিরামপুর উপজেলার তিনমাথা মোড়ে ইউপি চেয়ারম্যানের চেয়ার ও বেশকিছু কাগজপত্র পুড়িয়ে দেয়া হয়।

কাটলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বলেন, সকালে তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা সাখাওয়াত হোসেনের মাধ্যমে জানতে পারি ইউপি মেম্বার সিরাজুল ইসলাম পরিষদ থেকে আমার বসার চেয়ার এবং সচিবের ঘর থেকে রেজুলেশন খাতাসহ গুরুত্বপূর্ণ কাগজ নিয়ে যায়। পরে বাজারের গোডাউন মোড় তিনমাথা এলাকায় চেয়ারের ওপর কাগজ রেখে আগুন ধরিয়ে দেয়। এ ব্যাপারে আমি ওই মেম্বারের বিরুদ্ধে মামলা র প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন থেকে পরিষদের বিভিন্ন প্রকার ভাতাসহ অনেক অনিয়ম করে আসছিলেন ইউপি চেয়ারম্যান নাজির হোসেন। কয়েক দিন আগে বিধবা ভাতার কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে পছন্দের ব্যক্তিদের প্রদান করছিলেন। ভাতার কার্ডগুলো পরিষদের কোন সদস্যের মনোনীত ব্যক্তিদের দেয়া হচ্ছে না। এজন্য আমি সকালে ওই ভবন থেকে চেয়ার নিয়ে আগুন ধরিয়ে দেই।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, সকালে এমন খবরে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পোড়ানো চেয়ারটি উদ্ধার করা পরিষদে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কি কারণে এমন ঘটনা ঘটিয়েছে বিষয়গুলো জানার জন্য পরিষদের সব সদস্যকে অফিসকক্ষে ডাকা হয়েছে। বিস্তারিত জানার পরে বোঝা যাবে আসল ঘটনা কি।

এমদাদুল হক মিলন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।