দুই পরীক্ষায় জিপিএ-৫ নেই, এইচএসসিতে পেল ১৭২৩ শিক্ষার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পেলেও এবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১ হাজার ৭২৩ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর মো. আমিনুল ইসলাম সরকার এ তথ্য জানান।

ফলাফলে দেখা যায়, দুই পরীক্ষায় জিপিএ-৫ পেলেও ২৬ শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফলাফল পায়নি। জেএসসিতে জিপিএ-৫ পেয়ে ও এসএসসিতে জিপিএ-৫ না পেলেও এইচএসসিতে ৩ হাজার ৪৭৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। একইভাবে জেএসসিতে জিপিএ-৫ না পেয়েও এসএসসিতে জিপিএ-৫ পেয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৯০ শিক্ষার্থী।

ফলাফলে আরও দেখা যায়, জেএসসি ও এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার সংখ্যা শূন্য।

এ বছর এ শিক্ষাবোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৮৭১ শিক্ষার্থী। এর মধ্যে ৭ হাজার ২৯৭ ছাত্র ও ৭ হাজার ৫৭৪ জন ছাত্রী। ছেলেদের চেয়ে মেয়েরা ২৭৭ জন জিপিএ-৫ বেশি পেয়েছেন।

এই শিক্ষা বোর্ডে ১ লাখ ১৮ হাজার ৭৩৫ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে। এর মধ্যে ৫৯ হাজার ৯৫২ জন ছাত্র ও ৫৮ হাজার ৭৮৩ ছাত্রী।

এমদাদুল হক মিলন/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।