ফের মেয়র হলেন লিপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১০:১১ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ স ম মাহবুব উল আলম লিপন মেয়র পদে ফের নির্বাচিত হয়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নির্বাচনে আ স ম মাহবুব উল আলম লিপন (নৌকা) পেয়েছেন ২৩ হাজার ৬৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপি মনোনীত আব্দুল মান্নান খান বাচ্চু (ধানের শীষ) পেয়েছেন ১১ হাজার ৫৫৭ ভোট। পৌরসভার ১২ ওয়ার্ডের ২০ কেন্দ্রে মোট ভোট পড়েছে ৩৫ হাজার ২২৭ ভোট পড়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার দুপুরে জোরপূর্বক কেন্দ্র দখল করে নৌকা মার্কায় সিল দিয়ে সরকার দলীয় নেতাকর্মীরা ব্যালট বাক্স ভর্তি করার অভিযোগ করেন বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চু। পৌরসভার ২০টি ভোট কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগ করেন তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৩০ ডিসেম্বর হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান মেয়র আ স ম মাহবুব-উল লিপন বিএনপি সমর্থিত প্রার্থী আব্দুল মান্নান খান বাচ্চুকে হারিয়ে বিজয়ী হন।

নজরুল ইসলাম আতিক/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।