তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগ স্বামীর বন্ধুর বিরুদ্ধে

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৩১ জানুয়ারি ২০২১

বাগেরহাটের মোংলায় অস্ত্রেরমুখে জিম্মি করে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের অভিযোগে স্বামীর বন্ধু জাহিদুল শেখকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) ভোরে শহরের পশ্চিম কেওড়াতলা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ মূখার্জী এ তথ্য নিশ্চিত করেন।

বিশ্বজিৎ মূখার্জী বলেন, ২০১৯ সালে মোংলা উপজেলার কাপালির মেঠ এলাকার বাসিন্দা মৃত গফুর শেখের মেয়ের (১৮) সাথে একই এলাকার দুলাল মোল্লার ছেলে হাসিবুলের বিয়ে হয়। দীর্ঘ সময় সংসার করার পর চলতি বছরের ২৫ জানুয়ারি তাদের বিচ্ছেদ হয়। এরপর ঢাকায় তিনি মায়ের সাথে বসবাস করতেন।

এদিকে বিচ্ছেদ হওয়া স্বামী হাসিবুলের সাথে আবার সংসার গড়ে দেয়ার কথা বলে তার বন্ধু পশ্চিম কেওড়াতলার বাসিন্দা মোশারেফ শেখের ছেলে জাহিদুল শেখ গত বুধবার (২৭ জানুয়ারি) ওই নারীকে ফোন করেন। পরদিন বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ওই নারী ঢাকা থেকে মোংলায় আসেন। শুক্রবার (২৯ জানুয়ারি) হাসিবুলের বন্ধু জাহিদুলের সাথে দেখা করতে গেলে ওই নারীকে অস্ত্রেরমুখে জিন্মি করে ধর্ষণ করেন। পরে তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ধর্ষক জাহিদুল পালিয়ে যায়।

ঘটনার পরদিন শনিবার (৩০ জানুয়ারি) ওই নারী জাহিদুলকে আসামি করে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওইদিন রাতেই জাহিদুলকে আটক করে রোবববার (৩১ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়।

মো. এরশাদ হোসেন রনি/ আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।