লোহার অ্যাঙ্গেল দিয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

 

বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) লোহার অ্যাঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ওলিউল্লাহকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তারের ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১নং ওয়ার্ডে বসবাস করতেন। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হতো। এরই জেরে লোহার অ্যাঙ্গেল দিয়ে সোমবার সকালে পিটিয়ে অজ্ঞান করে।

স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে রাবেয়াকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসাথে পলাতক স্বামীকে পুলিশ আটক করেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। তদন্ত চলমান আছে।

এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।