৭ ফেব্রুয়ারি থেকে মাদারীপুরে দেয়া হবে করোনার টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুরে ৭ ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে করোনার টিকা দেওয়া শুরু হবে। ইতোমধ্যে প্রথম চালানে ৩৬ হাজার করোনার টিকা এসেছে। এসব টিকা প্রথম পর্যায়ে সম্মুখ সারির যোদ্ধাদের দেয়া হবে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সাংবাদিকের এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম।

যাদের দেয়া হবে এরা হলেন- কোভিড চিকিৎসায় সরাসরি যুক্ত সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন বাহিনীর সদস্য, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, প্রবাসী শ্রমিক ও ষাটোর্ধ্ব নাগরিকসহ অন্যান্যদের এই টিকা প্রদান করা হবে।

জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ড. রহিমা খাতুন জানিয়েছেন, জেলা করোনার টিকার জন্য জনগোষ্ঠীর ও পেশাভিত্তিক তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকার মধ্যে এক হাজার ৩৮২ জনের নাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই এক হাজার ৩৮২ জন জেলার সরকারি ৪১ দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারী।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, টিকা নেয়ার জন্য অনলাইনে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। টিকা নেয়ার পর কারো কারো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। যেমন- টিকা প্রয়োগের জায়গায় ফুলে যাওয়া, সামান্য জ্বর হওয়া, বমি বমি ভাব, মাথা ও শরীর ব্যাথা। এ লক্ষণগুলো সাধারণত দুই-একদিন থাকতে পারে। ভ্যাকসিন নেয়ার পর টিকাকেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

ভ্যাকসিন নেয়ার পরেও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবনযাপন করা যাবে। প্রথম ডোজের আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিভিল সার্জন আরো বলেন, সোমবার (১ ফেব্রুয়ারি) থেকে মাদারীপুরে টিকাদান কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। টিকাদান কর্মী নিজেই টিকা নেবার পর হতে ৫-৭ দিন হয়তো কাজে যোগদান করতে পারবেন না। প্রতিটি উপজেলায় একাধিক টিম গঠন করা হয়েছে। প্রথমে আমরা একটি বুথের মাধ্যম টিকাদান শুরু করবো।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এস এম আরাফাত হাসানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এ কে এম নাসিরুল হক/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।