আগুনে পুড়ে গেল জেলের সম্বলটুকু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১

বরগুনার তালতলীতে দিনে-দুপুরে অসহায় জেলের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে তার শেষ সম্বলটুকু। এখন মাথা গোঁজার ঠাঁই নেই জেলে মিলনের।

সোমবার (১ ফেব্রয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নিদ্রা এলাকায় নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে জেলে মিলনের ঘরে হঠাৎ ঘরে আগুন জ্বলতে দেখেন প্রতিবেশীরা। পরে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করলেও সম্ভব হয়নি। ততক্ষণে ঘরে থাকা মূল্যবান জিনিসপত্রসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিছুই রক্ষা করা যায়নি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কেউই নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না। কারণ আগুন লাগার সময় ঘরটি তালাবদ্ধ ছিলো।

এদিকে জেলে মিলন জীবিকার তাগিদে সাগরে রয়েছেন। অন্যদিকে স্ত্রী সন্তান কাজের সন্ধানে ঘরে বাহিরে ছিল। ঘরে ছিল না কেউ। জেলে মিলন জানেই না তার শেষ সম্বলটুকু এখন আর নেই।

jagonews24

তার একমাত্র সন্তান জন্মের ছয় মাসের মধ্যে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। দীর্ঘ সাড়ে তিন বছর ধরে সন্তানের চিকিৎসা করাচ্ছেন। সন্তানের চিকিৎসার কাগজপত্রও পুড়ে গেছে এ আগুনে। মিলনের বাবা মারা যাওয়ার পর থেকে প্রতিবন্ধী মা ও স্ত্রী সন্তান নিয়ে বেরি বাঁধের বাইরে থাকতেন। এখন কিছুই রইলো না মিলনের।

স্থানীয় ইউপি সদস্য মজনু হাওলাদার বলেন, বিদ্যুৎ নেই বাড়িতে। নেই কোনো লোকজন কিন্তু কিভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না। তাদের পরিবারটা খুব অসহায়। সরকারের কাছে অনুরোধ থাকবে তাকে সহযোগিতা করার।

এ বিষয় তালতলী উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত) মো. আসাদুজ্জামান মিয়া বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা করা হবে।

এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।