স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে স্বামী জিয়া উদ্দিনকে (৪৩) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শঙ্কর হালদার এ রায় দেন।

রাষ্ট্রপক্ষো কৌঁসুলী শাহ আজিজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মিঠামইন উপজেলার শ্যামপুর গ্রামের আবদুস ছোবহানের ছেলে জিয়াউদ্দিন ২০০৬ সালের মার্চ মাসে রেখা আক্তারকে বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে তিনি শ্বশুর বাড়িতে থাকতেন। বিয়ের পর থেকেই জিয়াউদ্দিন ৫০ হাজার টাকার জন্য স্ত্রীকে নানাভাবে নির্যাতন করতেন।

এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়। পরে ওই বছরের ৭ জুলাই রাত সাড়ে আটটার দিকে স্ত্রীর গলা কেটে হত্যার পর পালিয়ে যান জিয়াউদ্দিন। এ ঘটনায় রেখার বাবা মো. হারেছ মিয়া বাদি হয়ে ১৫ জুলাই মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন বিচারক।

নূর মোহাম্মদ/ আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।