ধর্ষণের পর গৃহবধূর পরিবারকে ভিটেছাড়া করার হুমকি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০২:৩০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের মূজাবন্নী কুমারপাড়া গ্রামের নিশি পালের (৩৫) বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে। এমনকি ভুক্তভোগীকে ভিটেছাড়া করার হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষণের শিকার ওই নারীর অভিযোগ, ২২ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী নিশি পালের লালসার শিকার হন তিনি। পরে তাকে নানান ধরনের হুমকি দেয়া হয় ঘটনা ধামাচাপা দিতে। পরদিন অসুস্থ ওই নারী পঞ্চগড় জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন।

ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বলেন, জোরপূর্বক চেয়ারম্যানের উপস্থিতিতে এই ঘটনার নামমাত্র মিমাংসা করা হয়েছে। এখন তাদের ভিটেমাটি ছাড়া করার হুমকি দেয়া হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছিুক এক ব্যক্তি বলেন, এমন সালিশ জীবনেও দেখিনি। ধর্ষণের ঘটনা কি মাফ হয়?

এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ওই সালিশ মিমাংসায় আমি ছিলাম না। আমি শুনে চলে এসেছি।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তানভীর হাসান তানু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।