অন্যের হয়ে হাজিরা দিতে এসে নিজেরাই কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অন্যের হয়ে হাজিরা দিতে এসে ফেঁসে গেলেন তিন ব্যক্তি। তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাদারীপুরের ডাসার থানার একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আসেন দক্ষিণ ধুয়াসার গ্রামের হাশেম আকনের ছেলে মো. সালাম আকন, তার ছেলে সাইফুল আকন ও আরোজ খানের ছেলে মনির খান ওরফে শাহিন আকন। মূল আসামি শাহিন আকনের পরিবর্তে মনির খানকে (শাহিন আকন সাজিয়ে) আদালতে হাজির করানো হয়।

আদালত তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তিনজনের মধ্যে একজন সঠিকভাবে নাম-ঠিকানা বলতে না পারায় বিচারকের সন্দেহ মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সালাম শাহিন আকন ও সাইফুল আকন দুই ভাই এবং সালাম আকন তাদের বাবা বলে দাবি করেন।

আসামি শাহিন আকনকে তার নাম লিখতে বললে তিনি নাম ‘মনির’ লেখেন। পরবর্তীতে আসামিরা প্রকাশ্য আদালতে জানান, আসামি সালাম আকন ও সাইফুল আকন তাকে (মনিরকে) শাহিন আকন সাজিয়ে আদালতে হাজিরা দিতে বলেছেন।

এ ঘটনায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামান বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মামুনুর রশিদ ওইতিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদেশের পর সন্ধ্যার দিকে তাদের কারাগারে নিয়ে যায় পুলিশ।

এ কে এম নাসিরুল হক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।