স্টেজে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, কাউন্সিলর প্রার্থীসহ আহত ৫
চাঁদপুরের কচুয়ায় আওয়ামী সমর্থিত মেয়রপ্রার্থী নাজমুল আলম স্বপনের নির্বাচনী প্রচারণায় স্টেজে বসাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে বালিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। এতে কাউন্সিল প্রার্থীসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
আহতরা হলেন- ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কাদের (৪৫), আবুল কালাম (৫০), দুলাল মিয়া (৫০), রাসেল মিয়া (২২)।
জানা গেছে, কচুয়া পৌরসভার আওয়ামী সমর্থিত মেয়র প্রার্থীর নির্বাচনী গণসংযোগ ও পথসভায় স্টেজে বসাকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম ও আব্দুল কাদেরের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এতে ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মহিউদ্দিন জানান, বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। মারামারির মতো কিছু আমরা ঘটনাস্থলে পাইনি। যতটুকু জেনেছি মেয়র প্রার্থীর হস্তক্ষেপে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়।
নজরুল ইসলাম আতিক/এমআরএম