পাটগ্রামে আওয়ামী লীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে লালমনিরহাটের পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩০ জানুয়ারি পাটগ্রাম পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাশেদুল ইসলাম সুইটকে দলীয় মনোনয়ন দেয়া হয়। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কাজী আসাদুজ্জামান আসাদ নির্বাচনে অংশ নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নেন।

এ ঘটনায় পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক একটি কারণ দর্শানোর নোটিশ দিয়ে তিন দিনে মধ্যে জবাব দিতে বলেন। তিনি কোনো ধরণের জবাব না দেয়ায় বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের এক সভায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

মো. রবিউল হাসান/ আরএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।