ভূতুড়ে বিল ও গ্রাহক হয়রানির প্রতিবাদে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

শেরপুরে পিডিবির ভূতুড়ে বিল, অনিয়ম-দুর্নীতি ও গ্রাহকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রাহকরা। বুধবার (৩ ফেব্রুয়ারি) ঝিনাইগাতী উপজেলার আমতলী এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

‘দুর্নীতির অবসান চাই, সকল ক্ষেত্রে সুশাসন চাই’ স্লোগানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঝিনাইগাতী উপজেলা সভাপতি মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হকসহ তিন শতাধিক পিডিবির গ্রাহক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, পিডিবি অফিসের কর্মকর্তারা মিটার রিডিং সংগ্রহ ছাড়াই অনুমাননির্ভর অতিরিক্ত বিল আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতি ও গ্রাহক হয়রানি করছেন, যা পরে গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ ধরনের অভিযোগের বর্ণনা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

ইমরান হাসান রাব্বী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।