রাঙ্গামাটিতে অস্ত্র আইনে দুই আসামিকে কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০২১

রাঙ্গামাটিতে অস্ত্র আইনে দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে এই আদেশ দেন।

এ সময় আসামি মো. ছিদ্দিক মিয়া পোদ্দারকে ২৭ বছর ও মংখ্যইনু মারমাকে সাত বছর দণ্ড দেয়া হয়। দণ্ড প্রদানের সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে নানিয়ারচরে দেশীয় তৈরি একনলা বন্দুক ও কার্তুজ রাখায় ছিদ্দিক পোদ্দার ও চাইনিজ রাইফেলের গুলি রাখার অপরাধে মংখ্যইনু মারমাকে আটক করে মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. নূরুল ইসলাম দুই আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।

রাঙ্গামাটি আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, দুই আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। এ রায়ের ফলে পাহাড়ে অবৈধ অস্ত্রধারীরা স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে মনে করেন তিনি।

শংকর হোড়/এসএমএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।