১৯ বুথে চলছে করোনার টিকার নিবন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২১

ফেনীতে ১৯ বুথে শুরু হয়েছে করোনা টিকার নিবন্ধন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) থেকে এটি চালু হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন মীর মোবারক হোসেন দিগন্ত এ তথ্য জানান।

তিনি বলেন, ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের আটটি, পাঁচটি উজেলায় দুটটি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে একটিসহ মোট ১৯টি বুথে করোনা টিকা নিবন্ধন চলবে।

তিনি আরো জানান, ৭ ফেব্রুয়ারি সকালে ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। প্রতিটি বুথে ১৫০ জনকে টিকা দেয়া সম্ভব হবে। এ হিসেবে জেলায় প্রতিদিন টিকা দেয়া যাবে ২ হাজার ৮৫০ জনকে। চাহিদা থাকলে বুথ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

সিভিল সার্জন আরও বলেন, টিকা নিতে ভয়ের কোন কারণ নেই। এ টিকা পরীক্ষিত। করোনার টিকার জন্য নিবন্ধন করতে হলে জাতীয় পরিচয়পত্র সঙ্গে করে আনতে হবে। তিনি নিজেও ৭ ফ্রেব্রুয়ারি টিকা নিবেন বলে জানান।

এর আগে সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডা. সাজ্জাদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বুথ উদ্বোধন করেন তিনি। এসময় ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।