ভাতার টাকা ফেরত দিলেন সেই মেম্বার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৩৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২১

মিথ্যা তথ্য দিয়ে স্ত্রী-সন্তানসহ স্বজনদের নামে উত্তোলন করা ভাতার টাকা ফেরৎ দিয়েছেন ফেনীর ফুলগাজী উপজেলার দরবারপুর ইউপি সদস্য কামরুজ্জামান।

রোববার (৭ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ে ট্রেজারী চালানের মাধ্যমে ভাতার ৪৮ হাজার ৩০০ টাকা পরিশোধ করেন তিনি।

এদিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দ্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেয়া হয়েছে।

ফুলগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন মিয়া জানান, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে দরবারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. কামরুজ্জামানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পরিবারের সদস্যদের নামে সরকারী ভাতা আত্মসাতের অভিযোগ উঠে। বিষয়টি জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগম ওই মেম্বারকে শোকজ করেন। শোকজের জবাবে অভিযুক্ত মেম্বার নিজের দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। পরে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেয়ে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) অভিযুক্ত ইউপি সদস্যকে আত্মসাতের টাকা সরকারী নির্ধারিত হিসেবে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী তিনি রোববার (৭ ফেব্রুয়ারি) ভাতার উত্তোলন করা ৪৮ হাজার ৩০০ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দেন।

এদিকে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান সরকারী ভাতার টাকা আত্মসাতের ঘটনাটি তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌসী বেগমকে একটি চিঠি দিয়েছেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।