করোনা টিকা নিলেন লক্ষ্মীপুরের ১৮ কারাবন্দি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২১

লক্ষ্মীপুর জেলা কারাগারের ১৮ কারাবন্দিকে করোনাভাইরাসের টিকা (ভ্যাকসিন) দেয়া হয়েছে। টিকাপ্রাপ্তরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাবন্দি।

Prison-(3).jpg

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সহযোগিতায় একটি মেডিকেল টিম কারাগারে গিয়ে এ টিকা প্রয়োগ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল কাদের, চিকিৎসক ডা. মাহমুদুর রহমান, ডেপুটি জেল সুপার তোফায়েল আহমেদ ও সদর হাসপাতালের ডা. নাহিদুল ইসলাম।

কারাগার সূত্র জানায়, আইনি জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে বন্দিদের কারাগার থেকে বের করা সম্ভব নয়। এজন্য বন্দিদের নিজ নিজ এলাকায় নিয়ে করোনা টিকা প্রদান করাও সম্ভব হচ্ছে না। এজন্য স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার ১৮ জন কারাবন্দিকে করোনা টিকা দেয়া হয়।

Prison-(3).jpg

লক্ষ্মীপুর জেল সুপার মো. রফিকুল কাদের জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১৮ কারাবন্দিকে করোনার টিকা দেয়া হয়েছে। যেসব বন্দির বয়স ৪০ বছরের ঊর্ধ্বে, তাদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে করোনা টিকার জন্য নিবন্ধন করা হবে। স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় পর্যায়ক্রমে সক কারাবন্দিকে করোনার টিকা দেয়া হবে।

কাজল কায়েস/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।