ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলো না নুরির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১

ডাক্তার দেখিয়ে নানার সঙ্গে বাড়ি ফিরছিল নুরি আক্তার (১৩)। এ সময় একটি ট্রাক তাদের রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় তার নানা আব্দুর রশিদ (৫০) ও রিকশাচালক হাবিবুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বুলবুল আহমেদ।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ডাক্তার দেখাতে সকালে নানার সঙ্গে উপজেলার মোগলহাট গিয়েছিল নুরি। রিকশায় করে বাড়ি ফেরার পথে বালুভর্তি একটি ট্রাক তাদের রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সে উপজেলার দুর্গাপুরের দক্ষিণ গোবধার ভিতরকুটি এলাকার নজির হোসেনের মেয়ে।

এদিকে, এ ঘটনায় ওই ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তবে স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে বলে জানিয়েছেন স্থানীয় দুরাকুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেকুজ্জামান সালেক।

এসএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।