পণ্ড বাল্যবিয়ে, উভয়পক্ষের পৌনে এক লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

ফেনীর দাগনভূঞায় নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে অনুষ্ঠান বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড)।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, আজিজ ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করেছেন অভিভাবকরা। সংবাদ পেয়ে আমরা রামনগর ইউনিয়নের কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এসময় দেখা যায়, কনের বয়স এখনো ১৮ বছর পূর্ণ হয়নি। সে আজিজ ফাজিলপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়াশোনা করে।’

তিনি আরও বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়ের আয়োজনের দায়ে কনের মা-বাবাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের খবর পেয়ে পালানোর চেষ্টাকালে বরপক্ষকে আটক করে বরের বাবা ও মাতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন না, মর্মে বর-কনে পক্ষ থেকে মুচলেকা নেয়া হয়।’

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।