হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালাল গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২১

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৮ দালালকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। তাদের মধ্যে বিপ্লব বর্মণ (৪২) ও মো. আমিনুল ইসলামকে (৪২) ১৫ দিনের এবং অপর ছয়জনের প্রত্যেককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রেজাউল করিম (৪৫), মো. লুৎফর রহমান (৫০), মো. রমজান আলী (৪২), মো. শামীম আল মামুন (৪০), মো. রাজন (৩৭) ও মো. আমিনুর রহমান (৩৬)।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের নেতৃত্বে র‍্যাবের একটি দল টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অভিযান চালায়। এ সময় দালালির অপরাধে আটজনকে গ্রেফতারের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোছা. মারিয়াম খাতুন জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গ্রেফতার আটজনকে দণ্ডবিধির ১৮৬ ধারায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএইচ/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।