শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
লালমনিরহাটের দুইটি পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীদের জমজমাট প্রচারণায় নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। প্রচারণা শেষ হচ্ছে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতেই।
শেষ সময়ে ভোটারদের মন জয় করার জন্য বিরামহীনভাবে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের পদভারে মুখরিত লালমনিরহাটের দুইটি পৌর এলাকা।
লালমনিরহাট পৌরসভায় মেয়র পদে লড়ছেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (নৌকা), রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ), ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র), জাতীয় পার্টির প্রার্থী এস এম ওয়াহেদুল হাসান সেনা (সদ্য আওয়ামীলীগ হতে জাপাতে যোগদানকৃত) ও ইসলামি আন্দোলনের আমিনুল ইসলাম (হাতপাখা)।
এছাড়াও তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৫ জন ও ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাটগ্রাম পৌর সভার মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান আসাদ (নারিকেল গাছ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো.সুমন মিয়া (হাত পাখা)।
এছাড়া পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর পদে ছয়জন (মহিলা) প্রার্থী ও ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৬ জন প্রার্থী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এদিকে পাটগ্রাম ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার সর্বত্র বইছে নির্বাচনী হাওয়া। এলাকার প্রত্যেক সড়ক, পাড়া, মহল্লায় প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে। এছাড়া প্রার্থীরা ঘুরছেন ভোটারদের ঘরে ঘরে।
এছাড়াও চলছে মাইক বাজিয়ে প্রচারণা। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও প্রচারণা চালাচ্ছেন অনেক প্রার্থী।
লালমনিরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. মোফাজ্জল হোসেন (নৌকা), রেজাউল করিম স্বপন (নারিকেল গাছ) ও ধানের শীষের মোশারফ হোসেন রানা (সাবেক মেয়র) রয়েছেন।
এদিকে পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বিদ্রোহী আওয়ামী লীগ প্রার্থী কাজী আসাদুজ্জামান আসাদ (নারিকেল গাছ) প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন।
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি ও কঠোর অবস্থান থাকবেন বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা।
লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সুত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৫৭৭ জন ও মহিলা ২৪ হাজার ১৮২জন।
পাটগ্রাম পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৮৫৫ জন ভোট। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৭৬২ জন ও মহিলা ভোটার ১১ হাজার ৯৩ জন।
লালমনিরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান বলেন, দুইটি পৌরসভার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও বলেন, লালমনিরহাট পৌরসভা ইভিএমে ও পাটগ্রাম পৌরসভা ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৪ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রসাশক আবু জাফর বলেন, প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে থাকবে।
রবিউল হাসান/এসএমএম/এমএস