নারীকে মারধরের অভিযোগে সাবেক কাউন্সিলর ও ছাত্রদল আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৩৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১
গ্রেফতার বিএনপি নেতা মো. শাহিনুর আরেফিন রতন ও তার ভাই ছাত্রদল নেতা মেহেদী হাসান সনেট

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রহমানপুর এলাকায় শাহিদা বেগম (৪৫) নামের এক নারীকে মারধরের অভিযোগে সাবেক পৌর কাউন্সিলর ও স্থানীয় বিএনপি নেতা মো. শাহিনুর আরেফিন রতন (৪৬) এবং তার ভাই পাটগ্রাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান সনেটকে (২৫) গ্রেফতার করেছে পাটগ্রাম থানা পুলিশ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে বাড়ি থেকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত।

জানা গেছে, অভিযুক্তদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী ওই নারীর পারিবারিক বিষয়ে মনোমালিন্য চলে আসছিল। ভুক্তভোগী নারী গত ৭ ফেব্রুয়ারি আরেক প্রতিবেশী মিঠু মিয়ার বাড়িতে যান। এ সময় শাহিনুরের নেতৃত্বে চার-পাঁচজন মিলে তাকে মারধর করেন। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওসি সুমন কুমার মহন্ত বলেন, শাহিদা বেগম নামে এক নারীর করা মামলায় দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

মো. রবিউল হাসান/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।