আ.লীগ প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবলীগের দুই নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২১

 

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবলীগের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) যুবলীগের পটুয়াখালী জেলা শাখা ও মহিপুর থানা শাখার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শহীদুল ইসলাম শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি, কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি ও পটুয়াখালী জেলা পরিষদের সদস্য আসলাম হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর দিদার উদ্দিন আহম্মেদ মাসুমের পক্ষে কাজ করে যাচ্ছে। এ কারণে যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক আসলাম হাওলাদারকে বালিয়াতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহিপুর থানা যুবলীগের সদস্য ফারুক হাওলাদার সংগঠনের সিদ্ধান্ত উপেক্ষা করে কলাপাড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এসজে/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।