পাবনায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৮:৩৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

পাবনায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কে পাবনা চিনিকলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনা পৌর সদরের কুঠিপাড়া এলাকার মৃত হাকিম শেখের ছেলে রিতা ফটোস্ট্যাটের মালিক জাহাঙ্গীর হোসেন এবং তার বন্ধু একই এলাকার মৃত আবুল হোসেন সরকারের ছেলে মনোয়ার হোসেন রঞ্জু(৬০)।

আহতরা হলেন- মাইক্রোবাস চালক মামুন, তাজ ও রোহান। তারা পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাঈম মো. ঈছা জানান, একটি লোরেট ট্রাক্টর (মাটি কাটা ভেকু বহনকারী যান) পাবনা থেকে দাশুড়িয়ার দিকে যাওয়ার পথে বিকল হয়ে চিনিকলের কাছে দাঁড়ানো ছিল। সেসময় পাঁচ যাত্রী বাহনকারী একটি মাইক্রোবাস ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে লোরেট ট্রাক্টরটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী প্রাণ হারান। আহত তিনজনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লোরেট ট্রাক্টর ও মাইক্রোবাসটি থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

আমিন ইসলাম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।