বান্দরবানে নৌকার প্রার্থী বেবী জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

বান্দরবান পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম বেবী ৯ হাজার ৫৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাভেদ রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫৩৩ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় তিনি বলেন, বান্দরবান পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট পড়েছে মোট ১৭ হাজার ৩৫৮টি।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মেয়র পদে প্রার্থী পাঁচজন, কাউন্সিলর পদে ২৯ জন, মহিলা কাউন্সিলর পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে ৮১টি বুথে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বান্দরবান পৌরসভায় মোট ভোটার ২৯ হাজার ৭২৯জন। এর মধ্যে পুরুষ ১৬ হাজার ৬০৯ ও নারী ১৩ হাজার ১২০ জন।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।