ভাবি হত্যায় দেবরের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরে ভাবিকে হত্যার দায়ে দেবর ইয়াসিন মিজিকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম জিয়াউর রহমান এ রায় দেন। এসময় তাকে আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ইয়াসিন চাঁদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিম মাওলানার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদগঞ্জ উপজেলার উত্তর কেরোয়া এলাকার তাজুল ইসলাম পাটোয়ারী মেয়ে শারমিন আক্তারের (২২) সঙ্গে চাঁদপুর সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আব্দুর রহিম মাওলানার ছেলে ইউসুফ মিজির বিয়ে হয়। ইউসুফ দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর যাবত সৌদি আরব প্রবাসী। গত ৬ মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। এসময় পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে ইউসুফের ছোট ভাই ইয়াসিন ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর রাতে ইউসুফের অনুপস্থিতে ঘরের দরজা খোলা পেয়ে শারমিন আক্তারের সঙ্গে কাটাকাটি হয়। একপর্যায়ে শারমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলী মোক্তার আহমেদ বলেন, বিজ্ঞ আদালত ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রোববার (১৪ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন।

তিনি বলেন, ‘আসামির বয়স বিবেচনা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ রায়ে ক্ষোভ প্রকাশ করে মামলার বাদী তাজুল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। ন্যায়বিচারের জন্য আমি উচ্চ আদালতে যাব।’

নজরুল ইসলাম আতিক/ আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।