লালমনিরহাট পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী স্বপন জয়ী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

লালমনিরহাট পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) রেজাউল করিম স্বপন নারিকেল গাছ প্রতীকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় কন্ট্রোল রুম থেকে রেজাউল করিম স্বপনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান ।

তিনি জানান, নারিকেল গাছ প্রতীকে রেজাউল করিম স্বপন পেয়েছেন ১০ হাজার ৯৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. মোফাজ্জল হোসেন নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৯০ ভোট।

লালমনিরহাট জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরসভায় মোট ভোটার ৪৭ হাজার ৭৫৯জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৫৭৭ জন ও নারী ২৪ হাজার ১৮২ জন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টায় শুরু হয়ে একটানা ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

রবিউল হাসান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।