পাটগ্রামে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থী জয়ী
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রাশেদুল ইসলাম সুইট বিপুল ভোট জয়লাভ করেছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় পাটগ্রাম উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার কামরুনাহার উপজেলা কন্ট্রোল রুম থেকে রাশেদুল ইসলাম সুইটকে বেসরকারিভাবে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানান, পাটগ্রাম পৌরসভায় নৌকার প্রতীকে রাশেদুল ইসলাম সুইট পেয়েছেন ১২ হাজার ৬১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোস্তফা সালাউজ্জামান ওপেল (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন দুই হাজার ২২১ ভোট।
পাটগ্রাম নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোটার ২১ হাজার ৮৫৫। এ পৌরসভা ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মো. রবিউল হাসান/এএইচ/জিকেএস