নেত্রকোনায় আ.লীগের নজরুল ইসলামের হ্যাটট্রিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

নেত্রকোনায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ মো. নজরুল ইসলাম খান বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।

বিজয়ী মো. নজরুল ইসলাম খান বর্তমান মেয়র এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। এ নিয়ে তৃতীয়বার মেয়র হলেন তিনি।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম খান পেয়েছেন ২৯ হাজার ১২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন ৯ হাজার ৭৩৯ ভোট। আর স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী পেয়েছেন এক হাজার ৭৮২ ভোট।

এইচ এম কামাল/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।