রাঙ্গামাটিতে নৌকা ২২৮০৪, ধানের শীষ ৬৯৩৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙামাটি
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২১

রাঙ্গামাটি পৌরসভায় দ্বিতীয়বারের মতো মেয়র পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আকবর হোসেন চৌধুরী। তিনি ২২ হাজার ৮০৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মামুনুর রশীদ মামুন পেয়েছেন ছয় হাজার ৯৩৫ ভোট।

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম।

কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন ১ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন, ২ নম্বর ওয়ার্ডে করিম আকবর, ৩ নম্বর ওয়ার্ডে পুলক দে, ৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নুর নবী, ৫ নম্বর ওয়ার্ডে বাচিং মারমা, ৬ নম্বর ওয়ার্ডে রবি মোহন চাকমা, ৭ নম্বর ওয়ার্ডে জামাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে কালায়ন চাকমা ও ৯ নম্বর ওয়ার্ডে সন্তোষ চাকমা।

রিটার্নিং অফিসার শফিকুল ইসলাম জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। কোনো ধরনের সহিংসতা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।

শংকর হোড়/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।