ভোটগ্রহণ শেষে ইভিএম বিকল, ঢাকা থেকে যাচ্ছে টিম
শেরপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) বিকল হয়ে যায়। রোববার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভার কসবা মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বিকল ইভিএম মেশিন ঠিক করতে ঢাকা থেকে একটি এক্সপার্ট টিম রওনা দিয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কমকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
তিনি বলেন, ওই কেন্দ্রে ১ হাজার ৬১৮ ভোট রয়েছে। বাকি ৩৫ কেন্দ্রের ভোট গণনা ইতোমধ্যে শেষ হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন (নৌকা) পেয়েছেন ২৯ হাজার ৬৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মামুনুর রশিদ পলাশ (ধানের শীষ) পেয়েছেন ৮ হাজার ৭৯৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার (জগ) পেয়েছেন ৭ হাজার ২৫৫ ভোট ও আরিফ রেজা (চামচ) পেয়েছেন ৩ হাজার ৫২০ ভোট।

এদিকে জেলার শ্রীবরদী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী লাল (নৌকা) ৬ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি মনোনীত আবদুল হাকিম (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৯৪২ ও স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান (জগ) প্রতীক পেয়েছেন ২ হাজার ৮৪৩ ভোট।
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী লালকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার।
ইমরান হাসান রাব্বী/আরএইচ/জেআইএম