দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৪:১৫ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২১
ফাইল ছবি

বসন্ত আগমনে শীতকে বিদায় জানিয়ে ক্রমাগত বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কমেছে কুয়াশার প্রভাবও। তবে কিছু জায়গায় এখনো হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ছে। একই সঙ্গে হিমেল বাতাসও রয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।

সোমবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সিলেটসহ সারাদেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

মৌলভীবাজার শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান জানান, সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তবে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে।

এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।