অটোরিকশার ধাক্কায় পড়ে গিয়ে পায়ের আঙুল ভাঙল ভাইস চেয়ারম্যানের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২১

মেডিকেল ক্যাম্প উদ্বোধন করতে গিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শাপলাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের অদূরে উত্তরসুর এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে যাচ্ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত। পথে দুটি অটোরিকশার সংঘর্ষে মাটিতে পড়ে গুরুতর আহত হন। আঘাতে তার পায়ের দুটি আঙুল ভেঙে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত জাগো নিউজকে বলেন, সরস্বতী পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইন উদ্বোধন করতে অটোরিকশায় যাচ্ছিলাম। পথে অন্য একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে পড়ে গিয়ে পায়ের দুটি আঙুল ভেঙে গেছে। রাতে তার ভাঙা আঙুলগুলোতে প্লাস্টার করা হবে বলে জানান তিনি।

এসআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।