আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে চুনারুঘাটের উৎপলের শর্ট ফিল্ম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

‘প্রথম খাপরি ইন্টারন্যাশনাল মণিপুরী শর্ট ফিকশন ফিল্ম ফেস্টিভাল-২০২১’ অ্যাওয়ার্ড লিস্টে আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে চুনারুঘাটের সোরাইজম উৎপল সিংহের তৈরি ফিল্ম।

এটি করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির ওপর ভারতের মণিপুরী ভাষায় নির্মিত পাঁচ মিনিট দৈর্ঘ্যের একটি শর্ট ফিল্ম। এর কাহিনি লিখে সহযোগিতা করেছেন রংপুর মেডিকেলে অধ্যয়নরত ভারতীয় নাগরিক নিংথোজম বিদ্যারাণী।

সোরাইজম উৎপল সিংহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।

jagonews24

উৎপল সিংহের তৈরি ফিল্মটি গত ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের বাছাই পর্বের চারটি অ্যাওয়ার্ড লিস্টে স্থান পায় এবং আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফেস্টিভালের চেয়ারম্যান ডা. এস মনউতন সিং। আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ পুরস্কার বিতরণ করা হবে।

উৎপল সিংহ বলেন, ‘কোভিড নিয়ে নিজের মেধায় যতটুকু পেরেছি ততটুকু কাজ করতে চেষ্টা করেছি। আমার ফিল্ম আন্তর্জাতিক পুরস্কার পাচ্ছে ভেবে আমি আনন্দিত।’

সোরাইজম উৎপল সিংহ ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের সহ-সাধারণ সম্পাদক এবং চুনারুঘাট ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।