ভারতে অনুপ্রবেশকালে দহগ্রাম সীমান্তে আটক ১২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ছয় শিশুসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের আটক করে।
পরে তাদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের মধ্যে ছয়জনকে জেলেহাজতে পাঠানো হয়েছে। আর ছয় শিশুকে সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের কার্তিক বর্মণের ছেলে তুলারাম বর্মন (২৫), পাটগ্রামের দহগ্রাম এলাকার মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), ঠাকুরগাঁ জেলার হরিপুর উপজেলার আবুল কালামের ছেলে শামসুল (২১),
আব্দুল তোয়াব আলীর ছেলে সোহেল রানা (২০), আব্দুল মালেকের ছেলে জাফর (২২), মোহাম্মদ সোনারদির ছেলে মোহাম্মদ বিটু (২০)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে তাদেরকে আটক করে থানায় হস্তান্তর করে বিজিবি। এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়। আর আটক শিশুদের সমাজসেবা অধিদফতরে হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় শাকিল নামে এক দালালের মাধ্যমে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে।
দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন বলেন, দহগ্রাম এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ১২ জনকে আটক করেছে বলে জেনেছি।
রবিউল ইসলাম/এএএইচ/এএসএম