হেলপার চালাচ্ছিলেন ট্রাক, প্রাণ গেল কারখানা শ্রমিকের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

চালকের অনুপস্থিতিতে দ্রুতগতিতে ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার মাসুম। ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন কারখানা শ্রমিক কামাল হোসেন (৫৫)। পালিয়ে যাওয়ার আগেই ট্রাকসহ মাসুমকে আটক করে পুলিশ।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের গোয়ালজান গ্রামের বাসিন্দা। তিনি মেগাফিড নামের স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।

আটক হেলপার মাসুম বরগুনার অযোদ্ধা এলাকার দুলাল মিয়ার ছেলে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আল মামুন জানান, কামাল হোসেন কারখানায় যাওয়ার পথে উথলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় পাটুরিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, চালকের অনুপস্থিতিতে ট্রাকটি হেলপার চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকসহ হেলপারকে আটক করা হয়েছে।স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

বি এম খোরশেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।