টাঙ্গাইল আইনজীবী সমিতির নেতৃত্বে আইয়ুব-শহীদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২১

টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে মো. আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক পদে শহীদুর রহমান বিজয়ী হয়েছেন। ১৩টি পদের বিপরীতে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি-সম্পাদকসহ ৭টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সহ-সভাপতি ও যুগ্ম-সম্পাদক সহ ৬টি পদে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার আনন্দ মোহন আর্য এই ফলাফল ঘোষণা করেন।

বিজয়ী অন্যান্যরা হলেন সহ-সভাপতি সরকার কবীর উদ্দিন (জামায়াত), মো. জহুর আজহার খান (বিএনপি), যুগ্ম-সম্পাদক এসএম পারভেজ শিমুল (বিএনপি), লাইব্রেরি সম্পাদক মো. আজাহারুল ইসলাম (আওয়ামী লীগ), ক্রীড়া সম্পাদক মো. ছরোয়ার হোসেন মারুফ (বিএনপি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এম আনোয়ার হোসেন সখীপুরী (আওয়ামী লীগ)।

নির্বাহী সদস্য মো. আরিফুর রহমান খান (বিএনপি), মো. আশরাফ আলী মিয়া বাদল (বিএনপি), মো. আব্দুল জলিল (আওয়ামী লীগ), ফাহিমা আক্তার (আওয়ামী লীগ), সাইফুল ইসলাম সাইদ (বিএনপি) ও সুব্রত সাহা (আ’ওয়ামী লীগ)।

আরিফ উর রহমান টগর/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।