মামলার ভিকটিমই বললেন ‘আমাকে কেউ অপহরণ করেনি’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২১

মায়ের দায়ের করা মানবপাচার মামলার ভিকটিম ছেলে শাকিল নিজেই অপহরণ হয়নি বলে দাবি করেছেন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পাথরঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন তিনি। শাকিল উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিণ কাঠালতলী গ্রামের গোলাম রসুলের ছেলে।

সংবাদ সম্মেলনে শাকিল বলেন, আমি জেলে শ্রমিক হিসেবে সাগরে জাল ফেলে জীবিকা নির্বাহ করি। এ কারণে বেশিরভাগ সময় ট্রলারেই থাকতে হয়। ২৯ জানুয়ারি মা মিনারা বেগম র্যাব-৮ এর কাছে আমি অপহরণ হয়েছি বলে একটি অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পাথরঘাটা থানায় পুলিশ আমাকে উপস্থিত হতে বলে। মা-বাবার উপস্থিতিতে ৪ ফেরুয়ারি আমাকে কেউ অপহরণ করেনি বলে একটি লিখিত অঙ্গীকার নামা দেই। একই সময় আমার মাও অঙ্গীকার নামা দেন।

পরে ৯ ফেরুয়ারি আমাকে ভিকটিম দেখিয়ে মা একই গ্রামের ফরিদ হোসেন, আল-আমিন, মো. ছবুর ও আউয়ালের বিরুদ্ধে বরগুনা মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা করেন। যে কারণে আমি ও অভিযুক্তরা হয়রানির শিকার হচ্ছি। আমরা মিথ্যা হয়রানি থেকে পরিত্রাণ চাই।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।