কর্মসূচি থেকে সরে এলেন কাদের মির্জা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০১:৩৯ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ ও পাল্টাপাল্টি কর্মসূচিতে উপজেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের দ্বন্দ্বে চরম অস্থিতিশীল কোম্পানীগঞ্জ তথা নোয়াখালীর রাজনীতির মাঠ।

গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশীরহাট বাজারে কাদের মির্জা ও বাদলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। গুলিবিদ্ধ হন তিন সাংবাদিকও। এর মধ্যে বোরহান উদ্দীন মুজাক্কির নামে এক সাংবাদিক শনিবার রাতে মারা গেছেন

এমন পরিস্থিতিতে পূর্বঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন পৌর মেয়র আব্দুল কাদের মির্জা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুকে লাইভে এসে তিনি এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে এনিয়ে একটি পোস্টও দেন কাদের মির্জা।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘নোয়াখালীর রাজনীতির চলমান সংকট নিরসনে আমাদের সকলের আস্থার শেষ ঠিকানা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আমাদের পূর্বঘোষিত সকল কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। আমার দাবি- দলের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করা হোক।’

কাদের মির্জা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেবের হস্তক্ষেপে সকল সমস্যার সমাধান অতি শিগগিরই হবে।’

মিজানুর রহমান/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।