বাজার কমিটির সেক্রেটারি পদ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০২:৪৮ এএম, ২১ ফেব্রুয়ারি ২০২১
প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে বাজার কমিটির সেক্রেটারি পদ নিয়ে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। এর মধ্যে এক কিশোরের অবস্থা আশঙ্কাজনক। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে আদর্শ বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আদর্শ বাজার কমিটির সেক্রেটারি পদ নিয়ে মাতাপুর গ্রামের এসএম হাফিজুর রহমান ও রমজান মিয়ার অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিলে মাতাপুর গ্রামে গিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে বানিয়াচং থানার ওসি এমরান হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এসময় বিবাদমান দু’পক্ষের ছোঁড়া ইটপাটকেলের আঘাতে ওসি আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এছাড়া সংঘর্ষে আরজান আলীর ছেলে মুবিন (১৩) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যরা বিভিন্ন ক্লিনিকে গোপনে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বানিয়াচং থানার ওসি এমরান হোসেন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।’

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।