মতলবে দুই ইটভাটাকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২১

চাঁদপুরের মতলবে দুইটি ইটভাটায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নেহাশীষ দাসের নেতৃত্বে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের পিবিএম ও এসবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন- ২০১৩ অনুযায়ী কৃষি জমি নষ্ট করে মাটি কাটার দায়ে পিবিএম ব্রিক ফিল্ডকে ৫০ হাজার ও এসবিএম ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সঙ্গে সঙ্গে নষ্টকৃত কৃষি জমি পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা। সার্বিক সহযোগিতায় ছিল মতলব দক্ষিণ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

ইউএনও স্নেহাশীষ দাস জানান, পরিবেশ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।