দুর্গাপুরে বন্ধুর বিয়েতে কলেজশিক্ষার্থীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:৫৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে বন্ধুর বিয়েতে গিয়ে সৌমিক আকঞ্জি (২৩) নামের এক কলেজশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) দুর্গাপুর উপজেলার গাভীনা গ্রামে বন্ধু কামরুল ইসলাম বাড়িতে খাবারের পর অসুস্থ হয়ে মারা যান তিনি।

বিজ্ঞাপন

সৌমিক দুর্গাপুর পৌরসভার ভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহ্নেওয়াজ আকঞ্জির ছেলে।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। খাওয়ার পর এক পর্যায়ে হঠাৎ বমি করতে শুরু করেন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তানজিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‌‘খাদ্য-জাতীয় কিছু অতিরিক্ত খাওয়ার ফলে এরকম ঘটনা ঘটতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট ছাড়া এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ নুর-এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এইচ এইচ কামাল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।