বিদ্রোহীরা আজীবনের জন্য বহিষ্কার হবেন : নানক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘দলের সিদ্ধান্ত না মেনে যারা পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তারা চরম বেয়াদব। তারা আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার হবেন।’

তিনি আরও বলেন, ‘বেয়াদব সন্তানদের যেমন কেউ পছন্দ করে না, তেমনি আওয়ামী লীগও বেয়াদবদের পছন্দ করে না। ভোট-ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম করে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছেন শেখ হাসিনা। তাকে যারা বৃদ্ধাঙ্গুল দেখায়, যারা আওয়ামী লীগের সিদ্ধান্ত বরখেলাপ করেছেন, তারা আর কখনো নৌকার মনোনয়ন পাবেন না। ’

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি পর্যায়ক্রমে ৫টি পথসভায় বক্তৃতা করেন।

এতে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান সফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য ও হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ। সভা পরিচলনা করেন সদর উপজেলা চেয়ারম্যান মো. মোতাচ্ছিরুল ইসলাম।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।